
|| তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা ||
ভোলার তজুমদ্দিনের কাজীকান্দি গ্রামে চোরের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই চোরকে আটক করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) ভোররাতে উপজেলার কাজিকান্দি গ্রামে নৌবাহিনীর নেতৃত্বে কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়।
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মহব্বত খান জানান, অভিযানকালে মোঃ রিয়াজ (৩৫) এবং মোঃ রাশেদ (২১) নামের দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে অপহরণ, মুক্তিপণ আদায়, প্রাণনাশের হুমকি ও চুরির একাধিক মামলা রয়েছে।
থানা সূত্র আরো জানায়,যৌথ অভিযান শেষে আটক দুই আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তজুমদ্দিন থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, চাদপুর ইউনিয়নের কাজীকান্দী গ্রামে জিরা চোরার আস্তানা। জেলার বিভিন্ন এলাকার চোর চক্র গরুসহ বিভিন্ন মালামাল চুরি করে এখানে জড়ো হয়। এই চক্রের কাছে পুরো এলাকা জিম্মি হয়ে পড়ে। এর আগেও এখান থেকে গরুসহ চোরা পন্য উদ্ধার করা হয়।
বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা জানান, উপকূলীয় অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে নৌবাহিনী নিয়মিতভাবে এমন অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও সন্ত্রাস, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।
