
|| জলিলুর রহমান | ঢাবি প্রতিনিধি ||
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের অধীনে উচ্চমাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের পুনরায় ভর্তি পরীক্ষা (এমসিকিউ পরীক্ষা) আগামী ১৭ মে বিকেল তিনটা থেকে তিনটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। বুধবার (১৬ এপ্রিল) অনুষ্ঠিত এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি পরীক্ষা কমিটি।
উল্লেখ্য, শুধুমাত্র উচ্চমাধ্যমিকে ব্যবসায়ী শিক্ষা শাখার শিক্ষার্থীদের mcq test পুনরায় গ্রহণের বিষয়টি বিজ্ঞ আদালতের নির্দেশ রয়েছে।
উচ্চ মাধ্যমিক বিজ্ঞান ও কলা শাখার শিক্ষার্থীদের ফলাফল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় প্রকাশ করা হবে। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান ও কলা শাখার ব্যবসায় শিক্ষা ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ১৯/০৪/২০২৫ তারিখ পর্যন্ত তাদের বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণ করতে পারবেন।