|| নিজস্ব প্রতিবেদক ||
ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ইউনিট বাঁধন-এর নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের হল মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হল ইউনিট বাঁধন-এর সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মোস্তাক আহাম্মদ এবং হল ইউনিট বাঁধন-এর উপদেষ্টা শিক্ষক এস এম তানজিল শাহ্ বক্তব্য রাখেন।
হল ইউনিট বাঁধন-এর সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম সঞ্চালিত অনুষ্ঠানে সর্বোচ্চ রক্তদাতাদের সম্মাননা প্রদান এবং শ্রেষ্ঠ বাঁধন কর্মীদের পুরস্কৃত করা হয়।