
|| জলিলুর রহমান | ঢাবি প্রতিনিধি ||
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা পরিবহন (বাসে) ভাংচুর ও শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত শনাক্ত করে বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটায় সকল শিক্ষার্থী প্রথমে ভিসি চত্বরে জমায়েত হয়ে পরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
মানবন্ধনে অংশকারী বক্তারা (শিক্ষার্থীরা)২৪ ঘন্টার মধ্যে ঢাবির বাস ভাংচুর ও শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের শনাক্ত করে হামলার পেছনে থাকা ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করার দাবি জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী রায়হান বলেন যে, সারা বাংলাদেশের আন্দোলনে ছাত্রদের বিভিন্ন আন্দোলন ও সংগ্রামকে পুঁজি করে একটি কুচক্রী মহল একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দিতে চায়। উত্তরাতে শিক্ষার্থীরা যে আন্দোলন করছিল তারা ন্যায়ের পক্ষে ছিল। কিন্তু একটি কুচক্রী মহল কৌশলে সে সকল শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হামলা করতে লেলিয়ে দিয়েছে। তিনি বলেন, কিছু ইনফ্লয়েঞ্চার এবং কন্টেন্ট ক্রিকেটরদের কনটেন্টের উপর ভিত্তি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি সারা বাংলাদেশের মানুষের মধ্যে বিদ্বেষ ছড়ানো হচ্ছে। যার ফলস্বরূপ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা বাস ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা।
এদিকে, সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ও প্রক্টর উত্তরা পশ্চিম থানায় সশরীরে গিয়ে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ভবিষ্যৎ যেন এই রকম ঘটনার পুনরাবৃত্তি না হয়-সেই বিষয়ে কথা বলেন।
উল্লেখ্য, দুপুরে রাজধানীর উত্তরার আজমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনকারী “ক্ষণিকা” বাসে ভাঙচুর চালায় একদল শিক্ষার্থী। এ ঘটনায় বাসের ড্রাইভারসহ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।