
|| ঢাবি প্রতিনিধি ||
জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় আগামীকাল সোমবার (১৪ জুলাই) টিএসসির রাজু ভাস্কর্য চত্বর এবং টিএসসিতে জুলাই ওমেন্স ডে উদযাপন করা হবে। রাতব্যাপী নারী শিক্ষার্থীদের জন্য এ অনুষ্ঠান চলমান থাকবে। এ কারণে আগামী মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, আগামীকাল মেয়ে শিক্ষার্থীদের জন্য রাতব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। ফলে পরদিন (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
এদিকে অনুষ্ঠানস্থলের নিরাপত্তা ও আগত দর্শকদের সুবিধার্থে বিভিন্ন প্রবেশপথে যাতায়াতকারী যানবাহনগুলো ১৪ জুলাই বিকেল ৩টা থেকে ১৫ জুলাই সকাল ৭টা পর্যন্ত বন্ধ থাকবে এবং আগামীকাল মেট্রোরেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এর টিএসসি সংলগ্ন স্টেশন টি বিকাল ৫ টার পর থেকে বন্ধ থাকবে। বাংলাদেশ শিশু একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ এবং জাতীয় জাদুঘর চত্বরে গাড়ি পার্কিংয়ের সুবিধা থাকবে। অনুষ্ঠানস্থলের ভিড় নিয়ন্ত্রণ ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম ও স্বেচ্ছাসেবকরা সর্বোচ্চ সতর্ক থাকবেন।