শনিবার, অক্টোবর ১১

ঢাবিতে রোভার স্কাউট গ্রুপের বর্ষা, ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

|| জলিলুর রহমান | ঢাবি প্রতিনিধি ||

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের বর্ষা, ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মূল প্রাঙ্গণে অনুষ্ঠানটি আয়োজিত হয়।

সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে নানা জাতের মৌসুমী ফল ভাগাভাগি করে সবাি উপভোগ করেন। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের সকল স্তরের সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের প্রধান রোভার লিডার ড. মুমিত আল রশিদ। তিনি ফল উৎসবের উদ্বোধন ঘোষণা করে বলেন, ‘এ উৎসব শুধু মৌসুমী ফলভিত্তিক একটি মিলন মেলা নয়, বরং এটি রোভার স্কাউটদের মধ্যে ভ্রাতৃত্ব ঐক্য এবং সেবাবোধকে আরো দৃঢ় করবে। সেইসাথে স্কাউটিং শিক্ষা নিয়ে দেশ ও জাতি গড়ার স্বপ্নের কথা বলেন তিনি।

অনুষ্ঠানে আরও এক সিনিয়র রোভার লিডার ড. ফাতেমা আক্তার বলেন, ‘স্কাউট থেকে প্রাপ্ত শিক্ষা প্রতিটি রোভার তার ব্যক্তিগত জীবনে প্রভাবান্বিত হবেন।সততা, কর্মনিষ্ঠা ও সময়ানুবর্তিতা গুণে গুণান্বিত হবেন’। এই সময় আরো অন্যান্য সিনিয়র রোভার লিডার-মিসেস তানজিলা বিনতে নুর এবং জনাব মোঃ বাদল মিয়া উপস্থিত ছিলেন।ফলে, ফল উৎসবে প্রাণবন্ত ও আনন্দঘন আবহ তৈরি হয়।

স্কাউট সেবা নিয়োজিত সিনিয়র রোভার মেট (প্রোগ্রাম) জনাব মোঃ আতিকুর রহমান বলেন, ‘আমাদের রোভার স্কাউট সদস্যদের বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রোগ্রামের দায়িত্ব পালনে একঘেয়েমি লেগে যায়, তাদের মধ্যে বিনোদন ও আনন্দ ভাগাভাগি করার জন্যই এই আয়োজন। ভবিষ্যৎ এই আয়োজন অবহ্যাত থাকবে বলে তিনি আশা করেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *