মঙ্গলবার, জুলাই ১৫

ঢাবিতে ‘ফারসি কন্যাদের প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র পুরস্কার বিতরণ

|| নিজস্ব প্রতিবেদক ||

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার‌সি ভাষা ও সাহিত্য বিভাগ আয়োজিত ‘ফারসি কন্যাদের প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫’ এক উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। এই টুর্নামেন্টে বিজয়ী ও রানারআপ দলকে ট্রফি এবং খেলোয়াড়দের মাঝে মেডেল প্রদান করা হয়। এতে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শাহানা আক্তার। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বটতলায় টুর্নামেন্ট শেষে এই পুরস্কার বিতরণ করা হয়।

ঢাবিতে 'ফারসি কন্যাদের প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্ট'র পুরস্কার বিতরণ
ঢাবিতে ‘ফারসি কন্যাদের প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র পুরস্কার বিতরণ

টুর্নামেন্ট জুড়ে অসাধারণ ক্রীড়ানৈপুণ্য প্রদর্শনের জন্য “বেস্ট অব দ্য টুর্নামেন্ট” নির্বাচিত হয়েছেন বিজয়ী দল পারভীন এতেসামি থেকে ২য় বর্ষের শাহানা আক্তার এবং ফাইনাল ম্যাচে “বেস্ট অব দ্য ম্যাচ” পুরস্কার পান সিমিন দানেশভার দল থেকে ৪র্থ বর্ষের শিক্ষার্থী শতাব্দী কর্মকার।

পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান। এছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান বলেন, পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমগুলো আমাদের শিক্ষাব্যবস্থারই একটি গুরুত্বপূর্ণ অংশ৷ সকল শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশে এগুলো চর্চার কোনো বিকল্প নেই। বিভাগের মেয়েদের নিয়ে এমন একটি আন্তঃব্যাচ ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ একটি অনন্য উদাহরণ সৃষ্টি করেছে।

ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুমিত আল রশিদ বলেন, বিভাগের ছাত্রীদের ক্রীড়া চর্চা বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে এ ধরনের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এর আগে, সোমবার (২০ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাবির ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে বিখ্যাত ইরানি ও বাংলাদেশি নারী লেখক, কবি, গবেষক এবং চিত্র পরিচালকদের নামে গঠিত ১২টি দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *