বৃহস্পতিবার, নভেম্বর ২১

ঢাবিতে ‘জনপ্রশাসন সংস্কার এবং আমাদের ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||

ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের উদ্যোগে ‘জনপ্রশাসন সংস্কার এবং আমাদের ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ড. আকা ফিরোজ আহমদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ও বেলজিয়ামের অ্যান্টওয়ার্প বিশ্ববিদ্যালয়ের সহযোগী গবেষক ড. মো. মিজানুর রহমান।

লোক প্রশাসন বিভাগের সাবেক চেয়ারপার্সন অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা ওসমান মূলপ্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ এবং লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. সৈয়দা লাসনা কবীর। ধন্যবাদ জ্ঞাপন করেন লোক প্রশাসন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নাজনীন ইসলাম।

প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বর্তমান প্রেক্ষাপটে সেমিনারের বিষয়বস্তু অত্যন্ত প্রাসঙ্গিক। সাধারণ মানুষের স্বার্থসংরক্ষণ এবং রাষ্ট্রের সঙ্গে সংযোগ স্থাপন করা জনপ্রশাসনের কাজ। জনস্বার্থ সংরক্ষণের লক্ষ্যে প্রশাসনের সকল ক্ষেত্রে জনপ্রশাসনের কর্মকর্তাদের নৈতিকতা অবলম্বন করা জরুরি। জনগণের প্রত্যাশা অনুযায়ী জনপ্রশাসন সংস্কারের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এধরনের আলোচনা এক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *