রবিবার, জুলাই ২৭

ঢাবিতে আনজুমা‌নে ফার‌সি বাংলা‌দেশ-এর ৬ষ্ঠ দ্বিবার্ষিক স‌ম্মেলন: নতুন কমিটির সভাপতি ড. কামাল ও সম্পাদক ড. মুমিত

|| নিজস্ব প্রতিবেদক ||

বাংলা‌দে‌শের ফারসি ভাষার গ‌বেষক, শিক্ষক, শিক্ষার্থী ও ফা‌রসি ভাষা চর্চাকারী‌দের গবেষণাধর্মী সংগঠন “আনজুমা‌নে ফার‌সি বাংলা‌দেশ”-এর ৬ষ্ঠ দ্বিবার্ষিক স‌ম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) ঢাকা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের আর.সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সভাপতি ড. মুহাম্মদ ঈসা শাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ইরান দূতাবাসের রাষ্ট্রদূত মানসুর চাভুশি, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং ঢাকাস্থ ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মাদী।

অনুষ্ঠানে নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়াম্যান অধ্যাপক ড. মো. মুমিত আল রাশিদ।

উল্লেখ্য, দিনব্যাপী এই সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *