
|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী | ইবি, কুষ্টিয়া ||
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য ১৯১২ সালে যে কমিশন গঠিত হয় সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক শিক্ষা বিভাগ নয় একটি অনুষদের প্রস্তাব করা হয়। কিন্তু ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ২৫ টাকার ভিউ শেষ সুপারিশকে পাস কাটিয়ে ইসলামিক স্টাডিজ অনুষদকে একটি মাত্র বিভাগ খুলে এদেশের মুসলিম জনতার সাথে বিশ্বাসঘাতকতা করে তৎকালীন বিশ্ববিদ্যালয় কমিশন কর্তৃপক্ষ।
ইতিমধ্যে প্রস্তাবনার ১১২ বছর অতিক্রান্ত হয়েছে, কিন্তু কেউই বিষয়টি নিয়ে কখনো আওয়াজ তুলেনি বা দাবী করেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বারটি বিভাগ নিয়ে শুরু হওয়া আজ পত্র পল্লবীতে আচ্ছাদিত হয়ে ৭গুণ বেড়ে ৭× ১২= ৮৪ টি বিভাগে পরিণত হয়েছে।
দেশের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের ১% ভাগ কল্যাণে কাজে লাগবে না এমন বেশ কিছু বিভাগ রয়েছে। অথচ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে ৯০% মুসলিমদের শিক্ষায় সংস্কৃতিতে ঈমান আকিদা সংশোধনে দৈনন্দিন জীবনে কাজে লাগবে এমন অনুচ্ছেদকে পাশ কাটিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ দেশের মুসলমানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে।
আর বিলম্ব নয়। এ বছর যেহেতু ভর্তি কার্যক্রম এখনও শুরু হয়নি তাই ইসলামিক স্টাডিজ অনুষদ ঘোষণা করে তার অধীনে পাঁচ ছয়টি বিভাগ খুলে এ বছর থেকে শিক্ষা কার্যক্রম চালু করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিনীত অনুরোধ জানাচ্ছি।
লেখক: প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী, আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ও সাবেক ডিন, থিওলজী অনুষদ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
drsaif.siddiqi@gmail.com