
|| ঢাবি প্রতিনিধি ||
বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়’ প্রতিপাদ্যে আজ পহেলা জুলাই ২০২৫ (মঙ্গলবার) ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে।
এ উপলক্ষ্যে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ ১ জুলাই সকাল ১০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মুখস্থ পায়রা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয় দিবসের বিভিন্ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সকাল ১০.৩০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বিশ্ববিদ্যালয় দিবসের প্রতিপাদ্য ‘বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ বিভিন্ন অনুষদের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শুরুতে দিবসটি উপলক্ষ্যে প্রকাশিত ‘স্মরণিকা’র মোড়ক উন্মোচন করা হয়। আলোচনা সভায় বক্তাদের বক্তব্যে অভিন্নভাবে উঠে আসে যে,দেশ ও জাতির ক্রান্তিকালে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকে আলোর দিশারী হিসেবে কাজ করে থাকে। গত বছরের সংঘটিত ছাত্র -জনতার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ভূমিকা রেখেছিল,সেই কথাও শ্রদ্ধার সাথে স্মরণ করেন তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্লাসসমূহ বন্ধ ছিল। তবে পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে।