মঙ্গলবার, জুলাই ২৯

ঢাকা উত্তর জামায়াতের নতুন আমীর সেলিম উদ্দিনের শপথ অনুষ্ঠিত

|| নিউজ ডেস্ক ||

২০২৫-২০২৬ সেশনের জন্য ঢাকা মহানগরী উত্তর জামায়াতের নতুন আমীর নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন। ইতোমধ্যে তার শপথও অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার (২৭ অক্টােবর) রাত সাড়ে সাতটায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নির্বাচিত নতুন আমীরের শপথ অনুষ্ঠিত হয়।

শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। কেন্দ্রীয় আমীরের পক্ষে নবনির্বাচিত সিটি আমীরের শপথ পড়ান সংগঠনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদের সদস্যবৃন্দ।

আবেগঘন পরিবেশে শপথ শেষে অতিথিবৃন্দ ও নবনির্বাচিত আমীর রুকনদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। আল্লাহর রহমত কামনায় মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক মুজিবুর রহমান।

এর আগে, ১৩ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত রুকন সম্মেলনে ১০ হাজার ভোটার ২০২৫-২০২৬ সেশনের জন্য আমীর নির্বাচনের ভোট প্রদান করেন। গত ২৩ অক্টোবর কেন্দ্রীয় কর্মপরিষদ বৈঠকে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান রুকনদের সর্বোচ্চ ভোটে নির্বাচিত আমীরের নাম ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *