
|| নিজস্ব প্রতিনিধি ||
আজ শনিবার বেলা আড়াইটায় ঢাকা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন। মিছিলটি আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বকশীবাজার মোড়, শহীদ মিনার ও টিএসসি অতিক্রম করে শাহবাগে পৌঁছায়। এ সময় বকশীবাজার সড়কের এক পাশ দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন: ব্যান, ব্যান আওয়ামী লীগ, ওয়ান টু থ্রি ফোর আওয়ামী লীগ নো মোর, আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, আমার ভাই কফিনে, খুনি কেন বাহিরে, ছাত্র-জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, হৈ হৈ রৈ রৈ, খুনি হাসিনা গেলি কই , আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না, একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর।
ঢাকা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা বলেন, “আমরা আর কোনো গণহত্যাকারী সরকারের অধীনে থাকতে চাই না। শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করে এমন একটি দলকে ক্ষমতায় থাকতে দেওয়া উচিত নয়। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।” “জুলাই গণঅভ্যুত্থানে মাত্র ১৫ দিনে আওয়ামী লীগ সরকার কয়েক হাজার মানুষকে হত্যা করেছে। শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করে এমন একটি গণহত্যাকারী দলকে নিষিদ্ধ না করা অন্যায়। আমরা আর এই সরকারকে কোনো সুযোগ দিতে চাই না। আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।”