
|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি ||
ঢাকা আলিয়ার নতুন হল প্রভোস্ট মোঃ মাসুম বিল্লাহ দায়িত্ব গ্রহণের পর প্রথম অভিযানেই উঠে আসে একাধিক নিয়ম বহির্ভূত সরঞ্জামের চিত্র।
আজ মঙ্গলবার (১৭ জুন) সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার আল্লামা কাশগরী (রহঃ) হলে এক বিশেষ হল পরিদর্শন ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন নবনিযুক্ত হল প্রভোস্ট মোঃ মাসুম বিল্লাহ। দায়িত্ব গ্রহণের পর এটাই ছিল তার প্রথম আনুষ্ঠানিক রেড বা হল তল্লাশি।
তল্লাশিকালে হলের বিভিন্ন কক্ষে বৈদ্যুতিক হিটার, ইনডাকশন কুকার, মাল্টিপ্লাগ ও অন্যান্য বিপজ্জনক বৈদ্যুতিক সরঞ্জাম পাওয়া যায়, যা হলে ব্যবহারের নিয়মের পরিপন্থী। এসব সরঞ্জাম বিদ্যুৎ ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে এবং অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ায়। এছাড়াও ক্যান্টিন থেকে হারিয়ে যাওয়া ৮০টি খাবার পরিবেশন করার প্লেট এবং পাঁচটি ভাতের গামলা উদ্ধার করা হয়েছে, যেগুলো আগে দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিল বলে জানা যায়।
প্রভোস্ট মাসুম বিল্লাহ বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও হলের শৃঙ্খলা রক্ষা করাই আমাদের প্রধান দায়িত্ব। বৈদ্যুতিক সরঞ্জামের কারণে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আমি চাই সবাই নিয়ম মেনে চলুক এবং হলে একটি নিরাপদ পরিবেশ বজায় থাকুক। ভবিষ্যতে নিয়মিত পর্যবেক্ষণ চলবে। প্রয়োজনে শিক্ষার্থীদের সচেতন করতে বিশেষ সচেতনতামূলক কর্মসূচিরও আয়োজন করা হবে।
তিনি আরও জানান, এই ধরনের অভিযান নিয়মিত চালানো হবে এবং কেউ যদি নিয়ম ভাঙে, তাদের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
ফিকহ বিভাগের এক ছাত্র জানান, নতুন প্রভোস্ট স্যারের এমন উদ্যোগ ভালো। হলে শৃঙ্খলা থাকা উচিত। তবে আমাদের সমস্যাগুলোর দিকেও নজর দেওয়া দরকার।