সোমবার, আগস্ট ১৮

ঢাকা আলিয়ার আবাসিক দুই হলের নতুন প্রভোস্ট মাসুম বিল্লাহ

|| রাসেল আহমদ | ঢাকা আলিয়া প্রতিনিধি ||

রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার দুটি আবাসিক হল—আল্লামা কাশগরী রহ. ও মুফতি আমিমুল ইহসান হল—এর নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাসুম বিল্লাহ। তিনি বর্তমানে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

প্রভোস্ট হিসেবে নিয়োগ পাওয়া মাসুম বিল্লাহ নিজেই এই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী। ২০০৩ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে দাখিল এবং ২০০৫ সালে আলিম পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পাশাপাশি সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা থেকে ফাজিল স্নাতক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।

আবাসিক জীবনেও তিনি ছিলেন সক্রিয় ও স্মরণীয় ছাত্র। তিনি আল্লামা কাশগরী হলের ১০৬ ও ১০৭ নম্বর কক্ষে আবাসিক ছিলেন এবং ২০০৮ সালে হল ত্যাগ করেন। ৩৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়ে তিনি নিজ প্রতিষ্ঠানেই শিক্ষকতা শুরু করেন।

প্রথম কার্যদিবসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্যে তিনি বলেন, এই হল শুধু থাকার জায়গা নয়, বরং একটি প্রজ্ঞা ও পরিচর্যার কেন্দ্র। আমি চাই, ছাত্ররা যেন নিয়মিত লাইব্রেরিতে পড়াশোনায় মনোযোগী হয়, মাঠে খেলাধুলা করে শারীরিক সুস্থতা বজায় রাখে এবং হল আঙিনা ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখে। এটি শুধু দায়িত্ব নয়, বরং একজন দ্বীনদার শিক্ষার্থীর চরিত্রের প্রতিচ্ছবি।

তিনি আরও জানান, আবাসিক শিক্ষার্থীদের পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে তিনি হলের ভেতরে শৃঙ্খলা, আলো-বাতাস, পাঠাগার ব্যবস্থাপনা ও আবাসিক সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নিতে চান। তার পরিকল্পনার মধ্যে রয়েছে নিয়মিত হলভিত্তিক পাঠচক্র, আলোচনা সভা, খেলাধুলা ও সৃজনশীল কার্যক্রম চালু করা।

তার এই দায়িত্ব গ্রহণে বর্তমান শিক্ষার্থীরা আশাবাদী যে, আবাসিক হলগুলোর পরিবেশ আরও গঠনমূলক ও সহনশীল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *