
সেলিম মোল্লা, নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ।
ঢাকা-আরিচা মহাসড়কে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় শাহিনুর ইসলাম শাহিন নামে মানিকগঞ্জ পুলিশ লাইন্সের এক সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা একেএইচ ফ্যাক্টরির সামনে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহিনুর ইসলামের বাড়ি বালিথা দক্ষিণপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহিনুর ইসলাম শাহিন মানিকগঞ্জ জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
