বৃহস্পতিবার, নভেম্বর ২১

ঢাকার সড়কে জার্মান টিকটকার নোয়েল, সঙ্গে নাচলেন নৃত্যশিল্পী হৃদি

|| বিনোদন ডেস্ক ||

সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন জার্মান টিকটকার ও নৃত্যশিল্পী নোয়েল রবিনসন। রাজধানী ঢাকার উল্লেখযোগ্য স্থান- যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, সংসদ ভবন, লালবাগ কেল্লাসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেছেন নোয়েল।

নোয়েল রাজধানীর যেখানেই পা রেখেছেন সেখানেই নেচেছেন, মাতিয়েছেন দর্শক শ্রোতাদের। তার সঙ্গে গুলশানের রাস্তায় নাচতে দেখা গেছে বাংলাদেশি নৃত্যশিল্পী হৃদি শেখকেও।

‘প্রেমে দিওয়ানা’ গানের তালে নেচেছেন দু’জন। এছাড়া জেফার রহমানের ‘ঝুমকা’ এবং প্রতীক ও প্রীতমের ‘গার্লফ্রেন্ডের বিয়া’ গানে টিকটক ও রিলস করতে দেখা গেছে এই নৃত্যশিল্পীকে।

তবে নোয়েলের সঙ্গে হৃদিকে দেখে অনেকেই প্রশ্ন করেছেন, তাদের মাঝে আগে থেকেই পরিচয় কিংবা কোনো সম্পর্ক ছিল না কি না?

এ বিষয়ে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে হৃদি বলেন, ‘না, আগে থেকে নোয়েলের সঙ্গে আমার কোনো পরিচয় ছিল না। সে বাংলাদেশে এসেছে শুনে, আমি তাকে একটি মেসেজে স্বাগতম জানিয়েছিলাম। এরপর সে মেসেজের রিপ্লাই দিলে, তার সঙ্গে কথা হয়।’

হৃদি আরও বলেন, ‘নোয়েল যখন বিমানে বাংলাদেশে আসছিলেন, তখনই এদেশের সংস্কৃতি ও নৃত্যশিল্পীদের সম্পর্কে খোঁজ নিয়েছেন। সেখানে বিমানে বসেই সে আমার সম্পর্কে জানতে পারে। এরপর ঢাকায় আসলে আমাদের দেখা হয়।’

বিভিন্ন দেশে ঘুরে ঘুরে ভিডিও তৈরি করেন নোয়েল রবিনসন। বাংলাদেশে ছাড়াও অন্য দেশগুলোতেও একই ভূমিকায় দেখা গেছে তাকে। চলতি পথে মানুষদের সামনে নেচে তাদেরকে অবাক করতেও জুড়ি নেই তার।

২৩ বছর বয়সী নোয়েল রবিনসনের জন্ম জার্মানির বার্লিনে। নাইজেরিয়ান বংশোদ্ভূত নোয়েল ২০১৫ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও আপলোড শুরু করেন। এখন শুধু ইউটিউবেই তার ১৭ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার। সবচেয়ে বেশি ফলোয়ার তার টিকটকে, ৪১ মিলিয়নের বেশি। পাশাপাশি ইনস্টাগ্রাম ও ফেসবুকেও তার অসংখ্য ফলোয়ার রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *