
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||
পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ জুলাই) দুপুর ১২ টায় মিছিলটি সিরাজগঞ্জ কলেজ থেকে শুরু হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশনে গিয়ে শেষ হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মেহেদী হাসানের নেতৃত্বে সচেতন ছাত্র সমাজ মিছিলে অংশগ্রহণ করে। তারা স্লোগান দিতে থাকে- চাঁদাবাজের আস্তানা সারা বাংলায় হবে না, সন্ত্রাসীদের আস্তানা বাংলাদেশে হবে না, খুনিদের আস্তানা বাংলাদেশে হবে না। এরকম স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল সিরাজগঞ্জবাসীর দৃষ্টি কেড়ে নেয় এবং দোকান পাঠের সাধারণ জনগণ হাত তালি দিয়ে মিছিলকারীদের সমর্থন জানায়।