
বেস্ট স্পিকার নির্বাচিত রায়হান সাদী
|| নিজস্ব প্রতিবেদক ||
ইয়ুথ ফোরাম অফ বাংলাদেশ আয়োজিত জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে সেমিফাইনাল পর্বে বিজয় অর্জন করে ফাইনালে জায়গা করে নিয়েছে।
দলের সদস্যদের মধ্যে রায়হান সাদী রাফি বেস্ট স্পীকার” নির্বাচিত হয়ে সবার প্রশংসা কুড়িয়েছেন। তাঁর বাগ্মিতা, যুক্তিনিষ্ঠ উপস্থাপনা ও আত্মবিশ্বাসপূর্ণ বক্তব্য বিচারকদের মুগ্ধ করেছে।
দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার বিতর্ক দলটি পরিচালনা ও তত্ত্বাবধান করেন হানিফ সিরাজী স্যার। দলের সহ-বক্তা হিসেবে ছিলেন সামসুল আরেফিন ফয়সালল ও আবদুল্লাহ আল হাসান
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠান ছিল তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, দনিয়া বিশ্ববিদ্যালয় এবং ডেমরা বিশ্ববিদ্যালয়।
আয়োজক প্রতিষ্ঠান ইয়ুথ ফোরাম অফ বাংলাদেশ
জানায়, এ প্রতিযোগিতার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে যুক্তি, বিশ্লেষণ ও আত্মবিশ্বাসের বিকাশ ঘটবে।
