রাজধানী ঢাকায় “ফিলিস্তিনে বিপর্যয় এবং বিশ্বব্যাবস্থার সংকট” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিন সংহতি পরিষদের উদ্যোগে আজ ২৩ অক্টোবর’২৩ (সোমবার) সকাল ১০ টায় ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ সেমিনারের আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবু হোরায়রার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি আবদুল মতিন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. রাশেদুল ইসলাম।
উপস্থাপিত প্রবন্ধের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ও বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেছীনের যুগ্ন মহাসচিব মাওলানা ড. এ কে এম মাহবুবুর রহমান। এছাড়াও উক্ত সেমিনারে বক্তব্য রাখেন দেশের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যাক্তিবর্গ, শিক্ষাবিদ, ওলামা মাশায়েখ, সামরিক বাহিনীর সদস্য, লেখক, সাহিত্যিক, সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ ও ব্যাবসায়ীবৃন্দ।