শুক্রবার, জুলাই ২৫

ঢাকায় ‘জাতীয় ইত্তেহাদুল ওলামা আইম্মা মাশায়েখ পরিষদ’ এর বৈঠক

|| নিজস্ব প্রতিবেদক ||

সম্প্রতি ঢাকায় তাবলীগের নিজামুদ্দীন মারকাজ অনুসারী আলেম, ইমাম ও খতিবদের নিয়ে ‘জাতীয় ইত্তেহাদুল ওলামা আইম্মা মাশায়েখ পরিষদ’ এর এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দেশের শীর্ষস্থানীয় আলেম ও গুণী ব্যক্তিত্বদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

উল্লেখযোগ্য আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল লতিফ কাসেমী, মুফতি আল-আমিন এবং মুফতি শফিউল্লাহ শাফী। বৈঠকে সারাদেশে ইমাম ও আলেমদের বিরুদ্ধে বৈষম্য ও নির্যাতনের ঘটনা রোধের জন্য একটি জোরালো সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে আলেমরা সর্বসম্মতিক্রমে ঘোষণা করেছেন যে, সারাদেশের কোথাও যদি কোনো আলেম বা ইমামের প্রতি বৈষম্য বা নির্যাতন হয়, তবে তাদের সংগঠনের ব্যানারে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা হবে। এটি মসজিদের ইমাম ও আলেমদের অধিকার রক্ষা এবং সামাজিক সমতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এতে করে আলেম-ইমামদের মধ্যে ঐক্যের বার্তা প্রদান করা হয়েছে এবং ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণের প্রতিশ্রুতি reaffirmed করা হয়েছে। এর মাধ্যমে দেশে ইসলামিক সমাজ ব্যবস্থা এবং আলেমদের মর্যাদা বৃদ্ধি পাবে বলেও আশা করা হচ্ছে।

0 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *