মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪

ড. ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন : আহমদ শফী আশরাফী

দেশের চরম ক্রান্তিলগ্নে ও সংকটকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সকলকে অভিনন্দন জানিয়েছেন আহমদ শফী আশরাফী

শনিবার (১০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ন্যাশনাল সবুজ বাংলা পার্টি’র (এনএসবি পার্টি) কেন্দ্রীয় মহাসচিব আহমদ শফী আশরাফী এই অভিনন্দন জানান।

এনএসবি পার্টি’র মহাসচিব আহমদ শফী আশরাফী বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার এক সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। কোনো অশুভ শক্তি বা ষড়যন্ত্র যেন এই রক্তস্নাত বিজয় এবং জনগণের কাংখিত স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে বাধা সৃষ্টি করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে।

শিক্ষিত পরিশ্রমী, সৎ ও পরীক্ষিত ব্যক্তিদের নিয়ে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *