শুক্রবার, নভেম্বর ১৪

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু

|| নিজস্ব প্রতিনিধি ||

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রকৌশল অনুষদের অধীনে ডিপার্টমেন্ট অব রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (আরএমই) নামে নতুন বিভাগ চালু করেছে এবং স্প্রিং ২০২৬ সেমিস্টার থেকে বিশ্ববিদ্যালয়ে বহুল প্রতীক্ষিত ব্যাচেলর অব সায়েন্স ইন রোবোটিক্স এন্ড ম্যাকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু হচ্ছে। ব্যাচেলর অব সায়েন্স ইন রোবোটিক্স এন্ড ম্যাকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং- একটি ভবিষ্যৎমুখী প্রোগ্রাম যা বাংলাদেশকে বিশ্ব মঞ্চে ইনোভেশন, অটোমেশন এবং ইন্টেলিজেন্ট সিস্টেম এর কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ডিজাইন করা হয়েছে।

রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক প্রোগ্রাম শিক্ষার্থীদের রোবোটিক্স, ইলেকট্রনিক্স, মেকানিক্স, কন্ট্রোল সিস্টেম, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এমবেডেড কম্পিউটিং-এর সমন্বয়ে অত্যাধুনিক জ্ঞান এবং বাস্তব-জগতের দক্ষতা প্রদান করবে। রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ৪ বছরের একটি ১৫৪-ক্রেডিট কোর্স এবং পরবর্তী সেমিস্টার (স্প্রিং -২০২৬) থেকে এটি চালু হতে চলেছে। এটি একটি তিন সেমিস্টারের প্রোগ্রাম (স্প্রিং, সামার এবং ফল)। স্প্রিং সেমিস্টারের সময়কাল জানুয়ারি থেকে এপ্রিল ,সামার সেমিস্টারের সময়কাল মে থেকে আগস্ট এবং ফল সেমিস্টারের সময়কাল সেপ্টেম্বর থেকে ডিসেম্বর। এই প্রোগ্রামে বিভিন্ন বিশেষায়িত বিষয়ে মূল কোর্সেও পাশপাইপাশি জের ও মাইনর কোর্সও পাঠতান করা হয়। এই প্রোগ্রামের স্নাতকরা তাদের বিশেষায়িত ক্ষেত্রে পেশাদার অনুশীলন বা স্নাতকোত্তর কাজের জন্য যোগ্য হ য়ে উঠেন।

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় (এইচএসসি) ন্যূনতম ২.৫ জিপিএ এবং পদার্থবিদ্যা, গণিত এবং ইংরেজিতে ন্যূনতম “সি” গ্রেড সহ বিজ্ঞান বিভাগ থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। পাঁচটি ও-লেভেল বিষয় এবং কমপক্ষে দুটি এ-লেভেল বিষয় সম্পন্ন শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এই ৭টি বিষয়ের মধ্যে, আবেদনকারীদের যথাক্রমে ন্যূনতম ৪টি “বি” গ্রেড এবং ৩টি “সি” গ্রেড থাকতে হবে। আবেদনকারীদের ও-লেভেল এবং এ-লেভেল উভয় ক্ষেত্রেই পদার্থবিদ্যা এবং গণিত থাকতে হবে।

বৈশ্বিক ক্রেডিট ট্রান্সফার সৃযোগ: বিশ্বব্যাপী ৬০০ টিরও বেশি অংশীদার বিশ্ববিদ্যালয়ের সাথে ক্রেডিট ট্রান্সফার এবং স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামের সুবিধা রয়েছে।
বিস্তারিত জানতেঃ
মোবাইল: ০৯৬১৭৯০১২১২
ইমেল: admission@daffodilvarsity.edu.bd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *