মঙ্গলবার, জানুয়ারি ২১

ডোনাল্ড ট্রাম্প ফিরলেন হোয়াইট হাউজে

|| আন্তর্জাতিক ডেস্ক ||

ক্যাপিটল ওয়ান অ্যারেনায় অভিষেক প্যারেডে অংশগ্রহণ এবং বেশ কয়েকটি নির্বাহী আদেশে সই করার পর হোয়াইট হাউজে ফিরে এসেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

খুব শীঘ্রই কিছু নির্বাহী আদেশে সই করবেন বলে জানান ট্রাম্প। সেগুলোর মাঝে একটি আদেশ হলো- ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলায় যুক্ত দেড় হাজার মানুষকে সাধারণ ক্ষমা করা। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ আদেশে সই করবেন তিনি। আর এসব নির্বাহী আদেশে সই করার কাজটি ওভাল অফিসে বসে সাংবাদিকদের উপস্থিতিতে করবেন ট্রাম্প।

এর আগে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। তাকে শপথ পাঠ করান যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস। এ সময় বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন, তার স্ত্রী জিল বাইডেনসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সবার উপস্থিতিতে ধর্মীয় গ্রন্থ বাইবেলের ওপর হাত রেখে শপথ পাঠ করেন ৭৮ বছর বয়সী ট্রাম্প। তিনিই হলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে ক্ষমতায় বসা প্রেসিডেন্ট। এ নিয়ে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন ট্রাম্প। এর আগে ২০১৭ সালে ক্যাপিটল ভবনের পাশে ন্যাশনাল মলে বিপুল আয়োজনে শপথ নিয়েছিলেন তিনি। তবে এবার বাদ সাধে তীব্র ঠান্ডা আবহাওয়া। সে কারণেই অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্যাপিটল ভবনের ভেতরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *