মঙ্গলবার, জুলাই ২২

ডুমুরিয়ায় বোনের বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ

|| শেখ শাহরিয়ার || খুলনা প্রতিনিধি ||

খুলনার ডুমুরিয়ায় প্রবাসে কর্মরত অবস্থায় মোঃ সাইফুজ্জামান সরদার কর্তৃক দেশে প্রেরিত প্রায় অর্ধকোটি টাকা আপন বোনের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ উঠেছে। সোমবার (২১ জুলাই) সকালে শহীদ শেখ আব্দুল মজিদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে মোঃ সাইফুজ্জামান সরদার জানান, জীবীকা নির্বাহের জন্য দেশের মায়া ত্যাগ করে দীর্ঘ ১৪ বছর প্রবাসে জীবন কাটিয়েছেন তিনি। সেখানে থাকাকালীন সময় তার আপন বোন মোছাঃ সাবিনা ইসলামের ব্যাংক একাউন্টে বিভিন্ন সময় ৪১ লাখ ৩০ হাজার ৮৭৬ টাকা প্রেরণ করেন।

গত ৭ মে’২৫ তারিখে ঈদের ছুটিতে বাড়িতে এসে তার পাঠানো টাকার হিসাব চাইতে গেলে বোন বিভিন্নভাবে তালবাহানা করেন। এমনকি টাকা চাওয়াকে কেন্দ্র করে সাইফুজ্জামানসহ তার স্ত্রী তানিয়া খাতুনকে হত্যার হুমকীসহ বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানোর ভয়ভীতি দেয়া হয়। সাইফুজ্জামান সরদার উপজেলার গুটুদিয়া গ্রামের আব্দুস সাত্তার সরদারের ছেলে। অর্থের লোভে বোনের কু-পরামর্শে সমুদয় টাকা আত্মসাতের চেষ্টা করছে গোটা পরিবার।

সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে তিনি আরো বলেন, বোন মোছাঃ সাবিনা ইসলামের শ্বশুরবাড়ি যশোর জেলার মনিরামপুরের গোয়ারপাড়া গ্রামে। প্রবাসে থাকাকালীন ৩ কিস্তিতে জনতা ও আল-আরাফা ইসলামি ব্যাংক, বাকড়া, ঝিকোরগাছা শাখার মাধ্যমে ৩৫ লাখ ৩০ হাজার ৮৭৬ টাকা বোনের একাউন্টে এবং দেশে এক আত্মীয়ের নিকট পাওয়া নগদ ৬লাখ টাকা দেয়া হয়। দীর্ঘ প্রবাস জীবনে উপার্জিত অর্থ আত্মসাত করায় চরম আর্থিক ও মানষিক দুরবস্থায় পড়েছেন তিনি। এ ঘটনায় তিনি পুলিশ প্রশাসনের নিকট আইনগত সহায়তা কামনা করেছেন।

এ বিষয়ে মোছাঃ সাবিনা ইসলাম জানান, তাকে ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগে সাইফুজ্জামান সংবাদ সম্মেলন করেছে। বিদেশ থেকে একাউন্টে যে টাকা এসেছিলো সব টাকা দেয়া হয়েছে। উপরন্তু সাইফুজ্জামানকে বিদেশে যাওয়ার সময় ৭লাখ ৭০ হাজার টাকা দেয়া হয়। যেটা এখনো সে ফেরত দেয়নি।

সংবাদ সম্মেলনের সময় সাইফুজ্জামানের চাচাতো ভাই মোঃ জাহিদুর রহমান সরদার উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *