সোমবার, ডিসেম্বর ২৯

ডুমুরিয়ায় পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা–সাতক্ষীরা মহাসড়কে ইজিবাইক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের জিলেরডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ইজিবাইক চালক মোজাহিদুর মোড়ল (পিতা রফিকুল ইসলাম, গ্রাম খরসন্ডা), যাত্রী রিনা খাতুন (উত্তর কালিকাপুর), মোহাম্মদ রুস্তম আলী খান (বাগদাড়ি) এবং হাফিজুর রহমান (সাহস ইউনিয়ন)।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ডুমুরিয়া হাসপাতালে পাঠায়।

পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা চুকনগরগামী একটি পিকআপ (ঢাকা মেট্রো ন-১১-৪৬৬৪) নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে চাপা দিলে ঘটনাস্থলে দুজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ রানা ও সিনিয়র ফায়ার ফাইটার সুবোধ মণ্ডল জানান, দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *