
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় দুই সন্তানের জননী শ্রীমতি বাছাড় (৩৭)–এর আত্মহত্যাকে ঘিরে এলাকায় নেমে এসেছে গভীর শোক। মা’কে হারিয়ে বাকরুদ্ধ বড় ছেলে সৈকত (১৮) ও ছোট সন্তান পিয়াস (৪)। স্বজনদের কান্নায় বাড়িতে সৃষ্টি হয় হৃদয়বিদারক পরিবেশ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে নিজের শয়নকক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে জীবন দেন শ্রীমতি বাছাড়। খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে সুরতহাল শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশের প্রাথমিক ধারণা—তুচ্ছ পারিবারিক কলহ থেকে এ ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলে জানান ডুমুরিয়া থানার ওসি মো. কামাল হোসেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার বিকালে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শ্রীমতি বাছাড় ডুমুরিয়া উপজেলার খলশিবুনিয়া গ্রামের সৌমিত্র বাছাড়ের স্ত্রী। পরিবারের বড় ছেলে সৈকত যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।
