
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
ডুমুরিয়ার শলুয়া এলাকায় প্রয়াত কৃষক নেতা লালচাঁদ বিশ্বাসের স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে শলুয়া বাজার চত্বরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জিয়াস উদ্দিন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক তাপস বিশ্বাস প্রয়াত লালচাঁদ বিশ্বাসের জীবন, সংগ্রাম ও কৃষক আন্দোলনে তাঁর অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, লালচাঁদ বিশ্বাস ছিলেন কৃষক স্বার্থে আপসহীন একজন সংগঠক, যাঁর আদর্শ আগামী প্রজন্মের জন্য পথনির্দেশক হয়ে থাকবে।
এসময় আরও বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট খুলনা জেলা সভাপতি এম এম আবুল হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ খুলনা জেলার সহসভাপতি শেখ ইদ্রিস আলী, ইসহাক আলী সরদার, খাদিজা বেগম, সমীর বাড়ই, অমর মন্ডল, বিমল কৃষ্ণ বৈরাগী এবং প্রয়াত লালচাঁদ বিশ্বাসের পুত্র তুষার কান্তি বিশ্বাস।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক নিবিড় কান্তি বিশ্বাস। শোকসভায় বক্তারা প্রয়াত এই কৃষক নেতার রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর দেখানো পথে কৃষক আন্দোলন এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
