শনিবার, জুলাই ২৬

ডিবেট ফর ডেমোক্রেসি’র বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী মানারাত ইউনিভার্সিটি

|| নিজস্ব প্রতিবেদক ||

ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিএফডিসি মিলনায়তনে “ছাত্র রাজনীতি শিক্ষার সুষ্ঠু পরিবেশের অন্তরায়” শীর্ষক এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শেষে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজয়ী বিতার্কিক দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। উপাচার্যের গুলশান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিতার্কিক দলের সদস্য রাইসুল ইসলাম সাকিব, সুজায়েত উল্লাহ ও আব্দুল্লাহ আল নোমান প্রমুখ উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে তারা প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ট্রফি উপাচার্যের হাতে তুলে দেন।

এ সময় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব প্রতিযোগিতায় বিজয়ী মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিক দলের সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গুণগত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি ১৬টি ক্লাবের মাধ্যমে বছরব্যাপী নানা সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে ডিবেট ক্লাবের সদস্যদের প্রাতিষ্ঠানিক ও জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় সফলভাবে অংশ নেয়ার সুনাম রয়েছে। তারই ধারাবাহিকতায় মানারাত ইন্টারনল্যাশনাল ইউনিভার্সিটি বিতার্কিক দলের আজকের সফলতা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন মো: মাহবুব আলম, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ড. আবু আইয়ুব মোঃ ইব্রাহিম, রেজিস্ট্রার ড. মো: মোয়াজ্জম হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো: আশিকুন নবী প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *