শনিবার, আগস্ট ২৩

ডা. ফাহিম আরিফকে ‘চিফ এডভাইজার’ করলো আত-তাওহীদ অর্গানাইজেশন

|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||

বরিশালের বানারীপাড়ায় মানবিক চিকিৎসক খ্যাত ডা. ফাহিম আরিফকে ‘চিফ এডভাইজার’ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আত-তাওহীদ অর্গানাইজেশন। গত বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় তিনি সংগঠনের অফিসে সৌজন্য সফরে গেলে তাকে সংগঠনের ‘চিফ এডভাইজার’ ঘোষণা করা হয়। এসময় তিনি সংগঠনের চলমান ‘আর্টিফিশিয়াল পা বিতরণ কর্মসূচী’-এর জন্য নগদ পাঁচ হাজার টাকা অনুদান দেন।

অনুদান প্রদান শেষে আয়োজিত মতবিনিময় সভায় ডা. ফাহিম আরিফ বলেন— “আত-তাওহীদ অর্গানাইজেশনের প্রতিটি সমাজসেবামূলক উদ্যোগ প্রশংসনীয়। বিশেষ করে প্রতিবন্ধী ও অসহায় মানুষের কল্যাণে তাদের কার্যক্রম আমাকে অনুপ্রাণিত করেছে। আমি সবসময় এ ধরনের মানবিক কাজে পাশে থাকার চেষ্টা করব।”

সংগঠনের সাধারণ সম্পাদক আছিবুল ইসলাম বলেন—
“প্রতিষ্ঠার শুরু থেকেই ডা. ফাহিম আরিফ আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে আছেন। তাঁর দিকনির্দেশনা ও সহায়তায় সংগঠন আজ অনেক দূর এগিয়েছে। তাই আমরা তাকে সম্মান জানিয়ে ‘চিফ এডভাইজার’ হিসেবে ঘোষণা করেছি।”

জানা যায়, ডা. ফাহিম বর্তমানে নারায়ণগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে দায়িত্ব পালন করছেন। এমবিবিএস ও বিসিএস (স্বাস্থ্য) সম্পন্ন করার পাশাপাশি তিনি ডায়াবেটোলজি ও মেডিসিন বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন থেকে আন্তর্জাতিক চিকিৎসা শিক্ষা সম্পন্ন করাও তার কৃতিত্বের অংশ।

এর আগে তিনি তিন বছর বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করেছেন। তখন থেকেই সততা, দক্ষতা ও মানবিক দৃষ্টিভঙ্গির জন্য তিনি এলাকাবাসীর কাছে বিশেষভাবে প্রশংসিত হন। বর্তমানে বানারীপাড়ার রায়েরহাটে তাজমিন ওপিডি সেন্টার-এ তিনি প্রতি শুক্রবার মাত্র ২০০ টাকায় রোগী দেখেন, এজন্য স্থানীয়রা তাকে চেনে “অসহায়দের ২০০ টাকার ডাক্তার” নামে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা শাখার মিডিয়া সম্পাদক মাহমুদুল হাসান, যুব বিভাগের সদস্য রাকিব, প্রেসক্লাব সদস্য হাফিজুর রহমান, আত-তাওহীদ অর্গানাইজেশনের যুগ্ম সাংগঠনিক সম্পাদক পলাশ হাওলাদার, দফতর সম্পাদক রুহুল আমিন, অর্থ সম্পাদক ফয়সাল আহমেদ, আইটি সম্পাদক সাজিদ বিল্লাহ ও সাংবাদিকতা বিষয়ক উপ-কমিটির সদস্য নাইম মৃধা।

স্থানীয়রা জানিয়েছেন, আধুনিক চিকিৎসা শিক্ষা ও বিদেশি অভিজ্ঞতা থাকা সত্ত্বেও ডা. ফাহিম আরিফের মতো একজন চিকিৎসক সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছেন—এটি একটি বিরল দৃষ্টান্ত। তাঁর উদ্যোগ স্থানীয় স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *