শনিবার, মার্চ ১৫

ট্রাম্পকে কোটি ডলার ক্ষতিপূরণ দেবেন ইলন মাস্ক

|| আন্তর্জাতিক ডেস্ক ||

২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে দাঙ্গার অপরাধে ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট (বর্তমানে এক্স) বন্ধ করা হয়েছিল। তারই ক্ষতিপূরণ বাবদ ট্রাম্পকে এক কোটি ডলার দিচ্ছেন এক্সের বর্তমান মালিক ইলন মাস্ক।

সাবেক টুইটারের (বর্তমানে যার নাম এক্স) বর্তমান প্রধান ইলন মাস্ক। ২০২১ সালে এর সিইও ছিলেন জ্যাক দরসি। ওই বছর ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে আক্রমণ চালিয়েছিল ডোনাল্ড ট্রাম্পের অনুসারীরা। নির্বাচনে হার মেনে নিতে পেরে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীদের হামলা করতে উৎসাহিত করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। সেজন্য টুইটার এবং ফেসবুক ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল।

ট্রাম্প এর বিরুদ্ধে টুইটার এবং ফেসবুকের মূল সংস্থা মেটার বিরুদ্ধে মামলা করেছিলেন। সেই মামলা মিটিয়ে নেওয়ার জন্য এবার এক্স-এর কর্ণধার ইলন মাস্ক ট্রাম্পকে ১ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দেবেন বলে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে।

এর আগে মেটাও মামলা মিটিয়ে নেওয়ার জন্য ট্রাম্পকে আড়াই কোটি ডলার ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে। গত জানুয়ারি মাসেই মেটা এ বিষয়ে সম্মত হয়েছে বলে জানা গেছে।

২০২০ সালে দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে নেমেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তখন তিনি মার্কিন প্রেসিডেন্ট ছিলেন। নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে যান তিনি। কিন্তু বেশ কিছুদিন পর্যন্ত হার স্বীকার করেননি ট্রাম্প। তিনি সমর্থকদের উত্তেজিত করেছিলেন বলে অভিযোগ ওঠে। এরই ফলস্বরূপ ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে হামলা চালায় একদল রিপাবলিকান সমর্থক। ওই হামলায় ১৪০ জন পুলিশ কর্মী গুরুতরভাবে আঘাত পান। হামলার ঘটনায় এক হাজার ৪০০ জনকে গ্রেফতার করা হয়। ফেসবুক এবং টুইটার ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেয় ভুয়ো খবর ছড়ানোর অপরাধে।

এর কিছুদিন পরেই টুইটার কিনে নেন ইলন মাস্ক। পুরনো সিইও-কে বরখাস্ত করে মাস্ক নতুন টিম তৈরি করেন। টুইটারের নাম বদলে রাখা হয় এক্স। কিছুদিনের মধ্যেই ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দেন মাস্ক। সর্বশেষ মার্কিন নির্বাচনে ট্রাম্পের প্রচারে প্রায় ২০০ কোটি মার্কিন ডলার খরচ করেন মাস্ক। ট্রাম্পও মাস্কের তারিফ করেছেন বারবার। এবার ট্রাম্পকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন মাস্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *