শুক্রবার, নভেম্বর ২২

ট্রাফিক নিয়ন্ত্রণে আলেম ও ইমাম সমাজ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতনের পর থেকে জনতার রোষানলে পড়ে পুলিশ বাহিনী কর্মবিরতিতে যায়। এতে দেশের আইন-শৃঙ্খলার ব্যত্যয় ঘটায় রক্ষার দায়িত্ব কাঁধে তুলে নেয় আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশাপাশি সচেতন ইমাম ও আলেম সমাজ। রাজধানীসহ সারাদেশের আইন-শৃঙ্খলা রক্ষা-সহ সুশৃঙ্খল ট্রাফিক নিয়ন্ত্রণে সড়কে দায়িত্ব পালন করছেন ইমাম ও আলেম সমাজ।

আজ সোমবার (১২ আগস্ট) উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত সিরাজগঞ্জ রোডে এই দায়িত্ব পালন করতে দেখা গেছে একদল আলেমকে।

বেলকুচির দারুল আরকাম মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মো. আল আমিন ট্রাফিক নিয়ন্ত্রণের এক ফাঁকে বলেন, সুশৃঙ্খল, সমৃদ্ধ ও কলুষমুক্ত দেশ গঠনে ছাত্র-জনতার পাশাপাশি ব্যবসায়ী, শিক্ষক, চিকিৎসক, ইমাম ও আলেম সমাজ-সহ আপামর জনসাধারণকে এক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *