
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর জনরোষে হামলার শিকার হয়ে ভয় ও আতঙ্কে কর্মবিরতিতে রয়েছে পুলিশ বাহিনী। এরকম উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাথে রাজধানীতে ট্রাফিক নিয়ন্ত্রণের গত কয়েকদিনের মতো আজও সড়কে রয়েছে শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদেরকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। রাজধানীতে আস সুন্নাহ ফাউন্ডেশনের স্বল্প পুঁজির উদ্যোক্তা ম্যানেজমেন্ট কোর্স করতে আসা যশোর এম এম কলেজের শিক্ষার্থী মো. আবদুল্লাহ দায়িত্ব পালনরত অবস্থায় বলেন, একজন শিক্ষার্থী হিসেবে দেশের প্রয়োজনে কাজ করতে খুবই ভালো লাগছে। আমরা আগামীতে সুন্দর, পরিচ্ছন্ন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।