
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জের সাটুরিয়ায় টাকার বিনিময়ে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে অংশ নেওয়া এক এসআইসহ ১০ সদস্যকে অবরুদ্ধ করে রাখে গ্রামবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের তারাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো. শাহিনুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মানিকগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক রফিকুল ইসলামের নেতৃত্বে একদল সদস্য ধানকোড়ার তারাবাড়ি গ্রামে অভিযান চালান। অভিযোগ ওঠে, অভিযানের সময় চিহ্নিত কয়েকজন মাদক ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
এ খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে অভিযানে অংশ নেওয়া টিমের সদস্যদের ঘিরে ধরে রাখে এবং পরে থানায় খবর দেয়।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে আমরা নোয়াপাড়ার মাদক ব্যবসায়ী আরিফুল ইসলামকে ৩৫ পিস ইয়াবাসহ আটক করি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই জনকে আটক করা হয়।