
|| নিজস্ব প্রতিবেদক ||
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার ময়দান দখলকে কেন্দ্র করে তাবলীগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে নিহত-আহতের ঘটনায় আক্ষেপ প্রকাশ করেছেন দেশের প্রতিথযশা শিক্ষাবিদ ও ইসলামী চিন্তবিদ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অন্যতম সিনিয়র অধ্যাপক ড. মো. ময়নুল হক। তিনি তাবলীগি ভাইদের প্রতি অহিংস মনোভাব পোষণের আহ্বান জানিয়েছেন।
বুধবার (১৮ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যারা তাবলীগ জামাতের সহিংসতায় মারা গেলেন তারা নিজেরাও জানেন না কী অপরাধে মারা গেলেন। আর যারা মারলেন তারাও জানে না কী জিহাদটাই না তারা করলেন।
অধ্যাপক ময়নুল হক বলেন, এটাই ফিতনা। মুয়াখাযা মা আল্লাহ। আল্লাহ তাআলা দাওয়াতী ময়দানে কর্মরতদের সহীহ বুঝ দান করুন। অহিংস মনোভাব তৈরীতে তাবলীগি ভাইদের কঠোর পরিশ্রম করতে হবে এটিই এখন সময়ের অপরিহার্য দাবি। সে দাবি পূরণে মুরুব্বিগণ এগিয়ে আসবেন এ প্রত্যাশা রইল।