
|| ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ||
যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন মোঃ বোরহান উদ্দিন (২১) নামে এক মোটরসাইকেল আরোহী। আহত বোরহান উদ্দিন, ঝিকরগাছার হাড়িয়াদেয়াড়া গ্রামের ইব্রাহিম হোসেনের পুত্র।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার সময় হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল যোগে ঝিকরগাছা বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় হাড়িয়াদেয়াড়া গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি নছিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সে রাস্তার উপর পড়ে যায় ও মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। খবর পেয়ে পরিবারের লোকজন এবং উপস্থিত স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে বোরহান যশোর সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
