
|| ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ||
ঝিকরগাছার গদখালীতে এসিড নিক্ষেপে শিশু ও নারীসহ একই পরিবারের ৩ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গদখালী গ্রামে পূর্ব শত্রুতার জেরে এসিড নিক্ষেপের ঘটনা ঘটে।
এতে জামাত হোসেনের মেয়ে রিপা খাতুন (২৬), ছেলে ইয়ানূর (৮) এবং স্ত্রী রাহেলা খাতুন (৪৮) আহত হয়েছেন।
জানা যায়, বিবাদী জসিম (৩৫) (ভিকটিমের পাশের মঠবাড়ি গ্রামের জনৈক ফজলুর বাড়ির কাজের লোক) পূর্ব শত্রুতার জেরে গদখালী গ্রামের জামাত হোসেনের বাড়ির জানালা দিয়ে এসিড নিক্ষেপ করে। বিবাদী জসিম দীর্ঘদিন ধরে রিপা খাতুনকে বিয়ের প্রস্তাব দিয়ে বিরক্ত করে আসছিল। রিপা তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে সে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটায়। এসিডে ইয়ানূর গুরুতর আহত হয় এবং রিপা ও রাহেলা খাতুন সামান্য আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, যশোরে প্রেরণ করেন।
রিপা জানান, দীর্ঘদিন ধরে জসিম তাকে বিরক্ত করছিল এবং বিভিন্নভাবে হুমকি দিত। আজ তার ছোট ভাই ও মাকেও ছাড়েনি। তিনি আইনি সহায়তা কামনা করেন।
ঘটনার পর পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল ঘটনাস্থলে গিয়ে কাজ করছেন। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার নূর-এ-আলম সিদ্দিকী জনান, ঝিকরগাছা থানা পুলিশ ও ডিবির বিশেষ টিম ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। তারা রিপার পরিবারের সঙ্গে কথা বলেছে এবং হাসপাতালে গিয়ে খোঁজখবর নিয়েছে। ঘটনার নেপথ্যের কারণ ও জসিমকে গ্রেপ্তারে অভিযান চলছে। র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. রাসেল বলেন, খবর পেয়ে র্যাবের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। জসিমকে ধরতে অভিযান চলছে।