
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||
জুলাই সনদ বাস্তবায়ন এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর ও সদরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ স্বাধীনতা স্কয়ারে বিকেল তিনটা থেকে বিক্ষোভ সমাবেশ শুরু হয়।
অধ্যাপক আব্দুল লতিফের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম। তিনি তার বক্তৃতায় বলেন, এখন যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন না, তারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছে না। তাদের উদ্দেশ্য ভালো নয়। কারণ তারা ক্ষমতায় গিয়ে চাঁদাবাজী এবং সন্ত্রাসের রাজত্ব কায়েম করবে, যার কারণে তারা পিআর পদ্ধতি মেনে নিতে পারছে না।
তিনি আরও বলেন, তারা প্রার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রার্থী দেওয়ার কথা বলে হাতিয়ে নিবে। যেটা পিআর পদ্ধতিতে সম্ভব নয়। আলোচনা শেষে বিক্ষোভ একটি মিছিল বের হয়। মিছিলটি সিরাজগঞ্জ স্বাধীনতা স্কয়ার থেকে শুরু করে এস এস রোড প্রেসক্লাব হয়ে বাজার স্টেশনে এসে শেষ হয়।