মঙ্গলবার, জুলাই ২৯

জুলাই যোদ্ধা সজিব মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত

|| প্রদেশ মিস্ত্রী | বামনা (বরগুনা) প্রতিনিধি ||

বরগুনার বামনায় জুলাই যোদ্ধা মো. সজিব সিকদার (২৪) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার সকালে বাগেরহাটের ফকিরহাট নামের এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

সজিবের বাড়ি বরগুনার বামনা উপজেলার পূর্ব সফিপুর গ্রামে। তাঁর বাবার নাম মো. দুলাল সিকদার। সজিব সিকদার ফকিরহাট এলাকায় প্রাণ কোম্পানির প্যাস্ট্রি শপ শাখায় চাকরি করতেন। দুর্ঘটনার সময় তাঁর সঙ্গে থাকা মাহমুদুর রহমান নামের অপর একজন সহকর্মী গুরুতর আহত হয়েছেন।

দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সজিব জুলাই আন্দোলনে বরিশালে অংশ নিয়েছিলেন। দুই পায়ে পুলিশের গুলি লেগে গুরুতর আহত হয়েছিলেন। সজিব একজন ভালো ক্রিকেট খেলোয়াড় হিসেবে এলাকায় বেশ পরিচিত।

এ ব্যাপারে জানতে বাগেরহাট জেলার মোল্লারহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চানু বলেন, আজ বেলা ১১টার দিকে ফকিরহাটের মোল্লারহাট সড়কের চান্দেরহাট এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হন। তাঁদের মধ্যে একজন, যিনি মোটরসাইকেলচালক, সজিব সিকদার ও অন্যজন পথচারী রাজিব বৌদ্ধ। তবে এখনো এ ঘটনায় কোনো মামলা নেওয়া হয়নি। পরিবারের লোক থানায় এলে মামলা নিয়ে লাশ পরিবারের কাছে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *