শনিবার, ডিসেম্বর ১৩

জুলাই যোদ্ধা ও তারুণ্যের বলিষ্ঠ কণ্ঠস্বর হাদীর উপর হামলা দেশ-জাতির জন্য অশনি সংকেত __ইসলামী ঐক্য আন্দোলন

|| নিজস্ব প্রতিবেদক ||

জুলাই যোদ্ধা ও তারুণ্যের বলিষ্ঠ কণ্ঠস্বর ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান হাদীর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান।

নেতৃদ্বয় এক যৌথ বিবৃতিতে বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার একদিনের মাথায় জুলাই যোদ্ধার উপরে এই হামলা সাধারণ কোন হামলা নয়, এই হামলা দেশ-জাতির জন্য অশনি সংকেত। দেশের এই পরিস্থিতির জন্য প্রশাসন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ব্যর্থতাই দায়ী।

নেতৃদ্বয় বলেন, জনাব হাদী ইতিমধ্যে দেশবাসীর মন ও হৃদয় জয় করতে পেরেছেন। তিনি তারুণ্যের অহংকার, আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তির আতঙ্ক এবং মাজলুমের পক্ষে কথা বলার এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তাঁর উপর গুলি দেশবাসী কোনভাবেই মেনে নিতে পারছেন না।

নেতৃদ্বয় সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দুষ্কৃতী হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং এদের সাথে যারা জড়িত তাদের মুখোশ উম্মোচন করতে হবে।

নেতৃবৃন্দ আরো বলেন, অন্যায় ও নিষ্ঠুরভাবে মানুষ হত্যার রাজনীতি থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে হলে দরকার ইসলামী অনুশাসন। রাষ্ট্রীয়ভাবে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠিত হলেই কেবল দেশ ও জাতি সকল রকমের জুলুমের হাত থেকে রক্ষা পাবে। এবং সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *