রবিবার, মার্চ ১৬

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে বানারীপাড়ায় জামায়াতের ইফতার মাহফিল

|| মোঃ আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||

বানারীপাড়া উপজেলা অডিটরিয়ামে ১৫ মার্চ রোজ শনিবার এক জমকালো আয়োজনের মাধ্যমে জুলাই ছাত্র-জনতার বিপ্লবে শহীদ ও আহতদের স্মরণে এবং বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত এই ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানটি উপজেলা আমির অধ্যাপক খলিলুর রহমান শাহাদাতের সভাপতিত্বে এবং পৌর আমির কাওসার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা নায়েবে আমির এবং বরিশাল-২ আসনের সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী, মাস্টার আব্দুল মান্নান। তিনি তার বক্তব্যে বলেন, “আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩০০ আসনে প্রার্থী দিলেও, সম্মিলিত ইসলামিক জোটের প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে এবং আমরা তাদের জন্য সর্বাত্মক সহযোগিতা প্রদান করতে প্রস্তুত।”

প্রধান অতিথির পাশাপাশি অন্যান্য মেহমানদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসাইন মোজাম্মেল, বাইতুল মাল সম্পাদক মাস্টার আবুল হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুর রব, পৌর সেক্রেটারি মোঃ ফাইজুল হক, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আতিকুল ইসলাম, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বানারীপাড়া উপজেলা সভাপতি কাজী মোঃ আলী হায়দার, উপজেলা ছাত্র শিবির সভাপতি মোঃ আরিফুল ইসলাম এবং সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে বিশিষ্ট আইনজীবী এডভোকেট তরিকুল ইসলাম (এপিপি)। এছাড়াও বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের আইনজীবী এডভোকেট গোলাম মাওলা জুবায়েরসহ বানারীপাড়া প্রেসক্লাসের সম্মানিত সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।

মাহফিল শেষে সকল উপস্থিতিদের জন্য ইফতার প্রদান করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে এক শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ পরিবেশ সৃষ্টি করেছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *