শনিবার, আগস্ট ২৩

জুলাই ঘোষণাপত্রে ইসলাম ও আলেম-ওলামা উপেক্ষিত হওয়ায় জাতি হতাশ_ইসলামী ঐক্য আন্দোলন

|| নিজস্ব প্রতিবেদক ||

জুলাই ঘোষণাপত্রে ইসলাম, আলেম-ওলামা, মাদ্রাসার ছাত্র ও তৌহিদী জনতা উপেক্ষিত হওয়ায় জাতি হতাশ বলে মন্তব্য করেছেন ইসলামী ঐক্য আন্দোলনের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান। বুধবার (৬ আগস্ট) পাঠানো এক যুক্ত বিবৃতিতে তারা এসব কথা বলেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ৯২ ভাগ মুসলমানের দেশে সবচেয়ে মজলুম আলেম-ওলামা, শাপলা গণহত্যা এবং দেশের সীমান্তের অতন্দ্র প্রহরী বিডিআর হত্যাকাণ্ড বাদ দেয়া গভীর ষড়যন্ত্রের অংশ। এদিকে আবারও ইসলামপন্হীদের জঙ্গি তকমা লাগানো হচ্ছে। যা দেশ ও জাতির বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে তাবেদারী রাষ্ট্র বানানোর চেষ্টা। যার বাস্তব প্রতিচ্ছবি ফুটে উঠেছে জুলাই ঘোষণাপত্রে। জুলাই ঘোষণাপত্র পাঠের সময় উপস্থিত, ক্ষমতার কাছাকাছি যাওয়া রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। রাজনৈতিক দলগুলো চিৎকার দিয়েছে ঠিক, তবে আন্তরিক ছিল বলে মনে হচ্ছে না।

নেতৃদ্বয় জুলাই ঘোষণাপত্রে দেশের আলেম-ওলামা, মাদ্রাসার ছাত্র ও তৌহিদী জনতার অবদান এবং শাপলা গণহত্যা ও বিডিআর হত্যাকাণ্ডের বিষয় এড়িয়ে যাওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপরিউক্ত বিষয়গুলো জুলাই ঘোষণাপত্রে সংযোজন করার জন্য উদাত্ত আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *