রবিবার, আগস্ট ২৪

জুলাইয়ের শহীদদের স্মরণে নাগেশ্বরী বিএনপি’র মোমবাতি প্রজ্বালন

‎|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) ||‎‎

জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ ও ছাত্র-জনতার স্মরণে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বালন করা হয়েছে। শুক্রবার (১আগস্ট) রাত ৮টায় উপজেলা উন্মুক্ত মঞ্চে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সকল অঙ্গসংগঠন এ কর্মসূচি পালন করে। এ সময় বক্তারা শহীদ রাশেদুল ইসলাম রাশেদ এবং শহীদ গোলাম রব্বানীর রক্ত বৃথা যেতে পারে না বলে মন্তব্য করেন । একই সঙ্গে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করার আগ পর্যন্ত বিএনপি’র আন্দোলন চলমান থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।‎‎

উপজেলা উন্মুক্ত মঞ্চে রাত ৮টা বাজার সঙ্গে সঙ্গেই সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়। এরপরই মোমবাতি ও মোবাইলের ফ্লাশ লাইট জ্বালিয়ে শহীদ ও আহতদের স্মরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন, নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা ও সদস্য সচিব মোখলেছুর রহমান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম সফি, যুগ্ম আহ্বায়ক একে এম তানজীমুল ইসলাম কিরণ, মোজাম্মেল হক দুদু, নুর মোহাম্মদ আল আমিন এবং সদস্য ও সভাপতি প্রেসক্লাব নাগেশ্বরী মোঃ রফিকুল ইসলাম, এছাড়াও নাগেশ্বরী পৌর বিএনপির আহ্বায়ক আবুল কাশেম সরকার, সদস্য সচিব আজিজুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, একেএম আশরাফ হোসেন আপেল, জহুরুল হক কামাল, এসএম হাবিবুর রহমান হাবু সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *