বৃহস্পতিবার, নভেম্বর ২১

জামিল হোসেনের সিনেমা ‘রং ঢং’ মুক্তি পাচ্ছে শুক্রবার

|| বিনোদন ডেস্ক ||

চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কিছু নবীনের প্রতারিত হওয়ার গল্প নিয়ে তৈরি সিনেমার একটি চরিত্রে অভিনয় করেছেন ‘মীরাক্কেল’খ্যাত অভিনেতা জামিল হোসেন। গায়ক হওয়ার জন্য এসে এক পর্যায়ে নিঃস্ব হয়ে যান জামিল। ‌‘রং ঢং’ নামের চলচ্চিত্রটি নির্মাণ করেছেন নির্মাতা আহসান সারোয়ার। সিনেমাটির পর্দায় দেখা যাবে জামিল হোসেনসহ অন্যান্য গুণী শিল্পীদের।

এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, আরমান পারভেজ মুরাদ, লুৎফর রহমান জর্জ, স্বাধীন খসরু, ফারুক আহমেদ, শবনম পারভীন, এজাজুল ইসলাম, প্রাণ রায়, অর্ণব খান, সোহেল মন্ডল প্রমুখ।

আগামী শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্র জগত নিয়ে তৈরি সিনেমা ‘রং ঢং’। অনেকদিন আগে এর নির্মাণ কাজ শেষ করেছিলেন নির্মাতা আহসান সারোয়ার। এরপর সেন্সর বোর্ডের (তৎকালীন) ছাড়পত্রও পায়। অবশেষে সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে এটি।

সিনেমাটির প্রযোজক আহসান জুবায়ের জানান, আগামী ৮ নভেম্বর মুক্তি পাচ্ছে রং ঢং। সে অনুযায়ী সব ধরনের প্রস্তুতি চলছে।

ব্ল্যাকশাইন লিমিটেডের ব্যানারে নির্মিত এ সিনেমার সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু, পান্থ কানাই, মাহমুদুল হাসান রোমান্স, শামিম আলম বুলেট ও তাসনুব। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, কিশোর, সুমিত, জামিল হোসেন ও আদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *