
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||
বাংলাদেশ জামায়াতে ইসলামী অন্য দলকে ক্ষমতায় বসানোর জন্য আর সিঁড়ি হয়ে দাঁড়াবে না; জনগণের ম্যান্ডেট নিয়ে নিজেরাই রাষ্ট্র পরিচালনা করবে বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ সদর কামারখন্দ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী জননেতা অধ্যাপক জাহিদুল ইসলাম।
শনিবার (২ আগস্ট) বিকেল চারটায় সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসা বাড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের যুব জামায়াতের উদ্যোগে স্থানীয় করি তলা বাজারে এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, অনেক হয়েছে, অনেক দল জামায়াতের কাছে এসে অনুরোধ করে সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনা করার পরেও আবারো সেই একাত্তরের রাজাকার শব্দ ব্যবহার করে জামায়াতকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা করছে। এদেশের জনগণ আর এই অপচেষ্টায় কান দেবে না। তারা আগামী নির্বাচনে জামায়াতকে এককভাবে ক্ষমতায় দেখতে চায়। জামায়াত কোনো টেন্ডারবাজি, টেম্পু স্ট্যান্ড দখল, চাঁদাবাজির সাথে জড়িত নয়। ইতোমধ্যেই দেশবাসী এই এক বছরে দেখেছে, জামায়াতের লোকজন জনগণের সেবায় নিজেদেরকে নিয়োজিত রেখেছে। আর আমরা কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হতে চাই না। একক ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন জামায়াতের এই এমপি প্রার্থী।
মোহাম্মদ আব্দুল হাই এর সভাপতিতে বক্তব্য রাখেন খোকসা বাড়ি ইউনিয়নের জনতার চেয়ারম্যান চন্দ্রকোনা গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ রাজু আহমেদ, সিরাজগঞ্জ শহর যুব সমাজের সভাপতি অ্যাডভোকেট সদরুল ইসলাম, শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ।
তেলকপি গ্রামের সকলের ডাক্তার শামীম আহমেদ পরিচালিত সভা শেষে অনেক যুবক জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলটিতে যোগদান করেন।