রবিবার, আগস্ট ২৪

জামায়াতকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে জনগণ : মোবারক হোসেন

|| নিউজ ডেস্ক ||

জামায়াতকে নিয়ে সাধারণ মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে। মানুষ আজ একটি ইনসাফপূর্ণ সমাজব্যবস্থা প্রতিষ্ঠার দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন।

শনিবার (১৯ অক্টোবর) সকালে যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার (রুকন) সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসেন বলেন, দীর্ঘ কয়েক দশক ধরে যারা জামায়াতে ইসলামীকে পরিচালনা করত এবং রাষ্ট্র পরিচালনার দক্ষতা অর্জন করেছিল এই স্বৈরাচারী সরকার তাদেরকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করেছে। স্বৈরাচার সরকারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রাজপথে নেমে আসে ছাত্র-জনতা। তাদের আন্দোলনের মাধ্যমে দীর্ঘ সাড়ে ১৫ বছরের স্বৈরাচারের পতন ঘটেছে পালিয়ে যাওয়ার মাধ্যমে।

তিনি বলেন, এ আন্দোলনে যারা শহীদ হয়েছে বা আহত হয়েছে সব পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়াত। এ ছাড়া বিভিন্ন দুর্যোগ ও জাতির ক্রান্তিকালে মানুষের পাশে দাঁড়িয়েছে জামায়াত। তাই ইনসাফপূর্ণ সমাজব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জামায়াতের রুকনকে আরও দায়িত্বশীল হতে হবে।

রুকন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আজীজুর রহমান, যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস।

যশোর শহরের সাংগঠনিক জেলা আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *