বৃহস্পতিবার, অক্টোবর ৯

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পানছড়িতে র‍্যালি ও মাছের পোনা অবমুক্ত

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়িতে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা কৃষি কর্মকর্তা প্রিয় কান্তি চাকমার সভাপতিত্বে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার পর বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা করা হয়েছে।

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইব্রাহিম খলিল, যুব উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী জাফর উল্লাহ, বিআরডিবি কমর্কর্তা জীবক চাকমা, উপজেলা আইসিটি কর্মকর্তা বাবলী খীসা, প্রাথমিক শিক্ষক ট্রেনিং অফিসার নুরুল কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম, পানছড়ি রিপোর্টাস ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, অসিম চাকমা, বাউরা পাড়া সমন্বিত কৃষি সমিতি, অগ্রনী যুব সংষ পাইলটফার্ম, উল্টাছড়ি সমন্বিত কৃষি সমিতি, বড় কলক ভিত্তিহীন সমবায় সমিতি, নীলমনি হেডম্যান পাড়া মৎস্য জীবি সমবায় সমিতি, মুসলিম নগর সমবায় সমিতি, হেডম্যান টিলা মহিলা কল্যান সমিতির সভাপতি সম্পাদক ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা দেশী প্রজাতির মাছ রক্ষার্থে অভয় আশ্রম গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। পরে মাছ চাষে আগ্রহ বাড়ানোর জন্য স্থানীয় পর্যায়ে ৪ জন মৎস্য চাষীকে পুরষ্কার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *