
|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||
খাগড়াছড়ির পানছড়িতে “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” স্লোগানে জাতীয় মৎস সপ্তাহ ২০২৫,-এর মূল্যায়ন, সাংস্কৃতিক ও সমাপনী অনুষ্ঠান হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) সকাল দশটায় উপজেলা মৎস কর্মকর্তা প্রিয় কান্তি চাকমার সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

”অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” বিষয়ের উপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মূল্যায়ন করে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহব্যাপী এই আয়োজনের সমাপ্তি করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার অরুপ চাকমা, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা বাবলী খীসা, তথ্য আপা অন্তরা চাকমা, পল্লী উন্নয়ন কর্মকর্তা জীবক চাকমা, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার সুব্রত চৌধুরী, মৎস চাষী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীগণ উপস্থিত ছিলেন।