রবিবার, নভেম্বর ২

জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় রানার্স-আপ ইউআইটিএস মুটিং টিম

|| নিজস্ব প্রতিবেদক ||

ম্যাপ অফ জাস্টিস কর্তৃক আয়োজিত জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৫-এ রানার্স-আপ হয়েছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর আইন বিভাগের মুটিং টিম।

ইউআইটিএস মুটিং টিমে ছিল আইন বিভাগের শিক্ষার্থী নাদিরা ইসলাম, তাবাসসুম ইসলাম এবং নাফিজ ইমতিয়াজ আরিয়ান। ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক (ইউএপি) ও ম্যাপ অফ জাস্টিস কর্তৃক আয়োজিত জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় টিমটি রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে।

ইউআইটিএস মুটিং টিম বাংলাদেশের ১৯ টি বিশ্ববিদ্যালয়ের ২৬টি দলের বিরুদ্ধে তারা প্রতিযোগিতা করে। প্রতিযোগিতা জুড়ে তারা ব্যতিক্রমী আইনি জ্ঞান, বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং অ্যাডভোকেসি দক্ষতা প্রদর্শন করে। তাদের অসাধারণ পারফরম্যান্স এবং নিষ্ঠা তাদেরকে চ্যাম্পিয়নশিপের কাছাকাছি নিয়ে যায়, যা ইউআইটিএসের আইন বিভাগের জন্য একটি গর্বের মুহূর্ত।

এই সাফল্য আইন বিভাগের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা বিভাগের একাডেমিক উৎকর্ষতার প্রতি তাদের প্রতিশ্রুতি এবং বিভাগের মধ্যে মুটিং সংস্কৃতির ক্রমাগত বিকাশের প্রতিফলন ঘটায়।

এই অসাধারণ কৃতিত্বের জন্য বিভাগের পক্ষ থেকে ইউআইটিএস মুটিং টিম এবং তাদের কোচ, আইন বিভাগের প্রভাষক মোঃ মুহতাসিম ফাইয়াজকে তাঁর অমূল্য নির্দেশনা এবং পরামর্শের জন্য আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *