
|| নিজস্ব প্রতিবেদক ||
জাতীয় জীবনের সকল স্তরে কুরআন-সুন্নাহর শিক্ষা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিনিধিত্বশীল ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ জমিয়তে তারাবায়ে আরাবিয়া।
রবিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর পল্টনস্থ সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে মাদ্রাসা শিক্ষা রক্ষা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এই আহ্বান জানানো হয়।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে এবং প্রধান সম্পাদক মোহাম্মদ ইমরানুল হকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সাবেক প্রধান সম্পাদক ও ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মোহাম্মদ ঈসা শাহেদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান। বক্তব্য রাখেন, জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ জুবায়ের। ইসলামী ছাত্র শক্তির সভাপতি মোঃ আব্দুল খালেক।
আরো বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা আব্দুল্লাহ আল আরিফ, সাংগঠনিক সম্পাদক আহমাদ তাশফীনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা মাদ্রাসা শিক্ষা রক্ষায় মাদ্রাসায় দ্বীনি পরিবেশ রক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষাকে কিভাবে সময়ের চাহিদা অনুযায়ী আরো সমৃদ্ধ করা যায়, নিজস্ব স্বকীয়তায় ফিরিয়ে আনা যায় তা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি মাদ্রাসা শিক্ষা রক্ষায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণের জোর দাবি জানান।